নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ স্টোর’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে দেওয়ান রোডে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যবসা শুধু লাভের জায়গা নয়, এটি মানুষের সেবার একটি মাধ্যম। পণ্যের সঠিক মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করলে যেকোনো প্রতিষ্ঠান দ্রুত ক্রেতাদের আস্থা অর্জন করতে পারে। আব্দুল্লাহ স্টোর উন্নত সেবার মাধ্যমে স্থানীয়দের মন জয় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বিএনপি উপদেষ্টা এনাম উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি নেহার রঞ্জন বাচ্চু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ ও বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হেতিমগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম।
সিলেটট্রিবিউন/এমএইচ
