নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের মোগলাবাজার থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে নিখোঁজের মাত্র ৩০ ঘণ্টার মধ্যে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি দুই অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো— মৌলভীবাজার সদর এলাকার আল-আমিন হাসান (১৮) ও মাহি আহমেদ নয়ন (১৮)।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় সিলাম মাঝেরগাঁও এলাকার আব্দুর রব তালুকদারের মেয়ে। এ ঘটনায় থানায় জিডি করার পর মোগলাবাজার থানার ওসি’র নির্দেশে এসআই শাহজালাল শুভর নেতৃত্বে তদন্ত শুরু হয়। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ পানসী রেস্টুরেন্টের সামনে থেকে অভিযুক্তদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
পুলিশের এই তড়িৎ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে ভিকটিমের পরিবার। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সিলেটট্রিবিউন/এসএমএল
