আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তাঁর প্রার্থিতাকে বৈধ বলে রায় দেন।
প্রার্থিতা বৈধ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, “শুরুতেই মহান আল্লাহপাকের শুকরিয়া আদায় করছি। আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের মানুষের আশা-প্রত্যাশা ও স্বপ্ন পূরণের পথ আরও একধাপ এগিয়ে গেল।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বছরে দেশবাসী এক সমৃদ্ধশালী ও নতুন বাংলাদেশ দেখবে। আমি বিশ্বাস করি, এলাকার উন্নয়নের স্বার্থে মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে এবং ধানের শীষের জয়ের মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে।”
এ সময় তিনি তাঁর পাশে থাকার জন্য সিলেটসহ তিন উপজেলার মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
সিলেটট্রিবিউন/এমএলএ
