অনুষ্ঠানে মরহুমদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন রংমহল টাওয়ার মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফয়সাল আহমদ। দোয়া মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতী দলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলতের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের পরিচালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন প্রতীক। তাঁর রাজনৈতিক আদর্শ ও অদম্য দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদ, আমিনুল ইসলাম, মোহাম্মদ হানিফ, কামরুল হাসান, জিয়াউর রহমান নেওয়ার, রফিক আহমদসহ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী।
সিলেটট্রিবিউন/এমএইচ
