নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, “আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়তে চাই, যেখানে মায়ের কাছে সন্তান যেমন নিরাপদ থাকে, দেশের প্রতিটি নাগরিকও ঠিক তেমন নিরাপত্তা ও শান্তিতে থাকবে। নাগরিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”
রোববার (১১ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দিনব্যাপী পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিলগুলোর আয়োজন করা হয়।
নেতাকর্মীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, “নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সুন্দর 'নতুন বাংলাদেশ' গড়ে তোলা বর্তমান রাজনীতিবিদদের নৈতিক দায়িত্ব। আমরা যদি একটি নিরাপদ ও শান্তির রাষ্ট্র গড়ে তুলতে না পারি, তবে মহান আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আমাদের দায়বদ্ধ থাকতে হবে।”
পৃথক এই মাহফিলগুলোতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, সহ-সভাপতি অ্যাডভোকেট নুর আহমদ ও উসমান গণী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ এবং উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, এম এ রহিম, ১২নং সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমানসহ ১ থেকে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সিলেটট্রিবিউন/আরএফ