মোঃ রোহেল উদ্দিন, বিশ্বনাথ থেকেঃ সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর দুপুরে, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মুন্সতাসির আলীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ গৌছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ এবং নির্বাহী সদস্য মাওলানা জাবের আহমদ।
মনোনয়নপত্র সংগ্রহের ফলে সিলেট-২ আসনে খেলাফত মজলিসের রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, আসন্ন নির্বাচনে মুহাম্মদ মুনতাসির আলীর অংশগ্রহণে দলের অবস্থান আরও মজবুত হবে।
সিলেটট্রিবিউনটুয়েন্টিফোর/এমএলএ
