তারেক রহমানকে বরণ করতে ঢাকা অভিমুখে সিলেটের লাখো নেতাকর্মীর অভিযাত্রা

Sylhet Tribune 24


সিলেট ট্রিবিউন  ডেস্কঃ সিলেট এখন একেবারে সরগরম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শহরটা টগবগ করছে। প্রিয় নেতাকে একবার দেখতে, তাকে বরণ করতে, সিলেট থেকে লাখ লাখ নেতা-কর্মী দলে দলে রওনা হয়েছে ঢাকার দিকে। গতকাল রাত থেকেই শুরু—রাস্তা, ট্রেন, এমনকি আকাশপথেও সবাই ছুটছে রাজধানীর দিকে। অবস্থা এমন হয়েছে, সিলেট থেকে ঢাকার সব গণপরিবহনের টিকিট শেষ। কয়েকদিনের জন্য আর কিছুই নেই—বাস-ট্রেন-ফ্লাইট, কিছুই মেলে না।

দলীয় সূত্র বলছে, সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে অন্তত ২০০টা বড় বাস ভাড়া করা হয়েছে নেতা-কর্মীদের জন্য। এর বাইরে সিলেট-১সহ নানা এলাকা থেকে শত শত মাইক্রোবাস আর ব্যক্তিগত গাড়ির বহরও ঢাকার পথে। প্রথম বহরটা গতরাতেই ঢাকায় পৌঁছে গেছে—উত্তরা আর আশেপাশের এলাকায় এখন ওদের ভিড়।

সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির গতরাতের প্রস্তুতি সভায় বলছিলেন, “বাংলাদেশের মানুষ তারেক রহমানকে একবার দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। এই প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের না, বিশ্ব ইতিহাসেও এক বড় ঘটনা হয়ে থাকবে। ২৪ ডিসেম্বর রাত থেকেই ঢাকা হবে মানুষের শহর।” তিনি নিশ্চিত, তারেক রহমানের জন্য ঢাকায় অন্তত এক কোটি মানুষের ভিড় হবে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী বললেন, কোনো আনুষ্ঠানিক ডাক ছাড়াই সাধারণ মানুষের এই ঢলই বলে দেয়, তারেক রহমান কতটা জনপ্রিয়। দেশের রাজনৈতিক অনিশ্চয়তার এই সময়ে নেতা-কর্মীরা এই প্রত্যাবর্তনকে দেখছেন বড় মোড় ঘোরানোর মুহূর্ত হিসেবে।

প্রস্তুতি সভাটা সঞ্চালনা করছিলেন মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সঙ্গে ছিলেন সহ-সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন মিছবাহ, মাহবুব কাদির শাহী, যুগ্ম সম্পাদক মতিউল বারী খুর্শেদসহ মহানগর আর জেলা বিএনপির শীর্ষ নেতারা। ৪২টা ওয়ার্ড আর ৬টা থানার প্রতিটি ইউনিট থেকে নেতা-কর্মীরা এখন ঢাকার দিকে ছুটছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানালেন, বাস-ট্রেন-বিমানের টিকিট না পেয়ে অনেকে ছোট ট্রাক কিংবা পিকআপ ভ্যান ভাড়া করে রওনা দিয়েছে। সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সিলেটে এখন একেবারে উৎসবের আমেজ—সবাই উচ্ছ্বসিত, অপেক্ষায় আছে সেই মাহেন্দ্রক্ষণের।

সিলেটট্রিবিউনটুয়েন্টিফোর/এমএলএ
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.