সিলেট ট্রিবিউন ডেস্কঃ উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর–লালমনিরহাট মহাসড়কের তাজহাট মোড় অবরোধ করে রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) রংপুরের শিক্ষার্থীরা।
অবরোধের কারণে ওই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে ‘বৈষম্য মানি না, দাবি আদায় চাই’, ‘কথা নয়, কাজ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পরে আজ সন্ধ্যার মধ্যে দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রায় ৯ মাস আগে তাদের একটি প্রতিনিধিদল কৃষি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিলনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে সময় শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে তাদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত কোনো দাবির দৃশ্যমান অগ্রগতি হয়নি।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা, উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ ও নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূর করা। এছাড়াও কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীন থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের আওতায় স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গঠন করার দাবি জানান তারা।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে— সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সরকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদ ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেড প্রদান, মাঠ সংযুক্তি ভাতা চালু এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং নিশ্চিত করা।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ সন্ধ্যার মধ্যে দাবিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হলে কৃষি উপদেষ্টার বাসভবন ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
