ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী ওসমানীনগর উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে তিনি সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখেন।
দুপুরে তিনি গোয়ালা বাজার সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে।”
পরে তিনি ওসমানীনগর নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, সাব-রেজিস্ট্রার অফিস ও উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্থানীয় সচেতন মহল ইনডোর ও জরুরি সেবা চালুর দাবি জানান।
দিনব্যাপী সফরে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন — উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হাসান, এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ওসি মো. মোনায়েম মিয়া, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
জেলা প্রশাসকের সফরসূচিতে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় না থাকায় উপজেলা পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
