নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর পক্ষ থেকে ফ্রান্স প্রবাসী নজমুল হককে সংবর্ধনা জানানো হয়েছে। বাসকের ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক নজমুল হকের বাংলাদেশ সফর উপলক্ষে শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যা ৭টায় গার্ডেন টাওয়ারের তৃতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ডা. জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় চেয়ারম্যান সুহেল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সুহেল আহমদ বলেন, "ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। অতীতে এই দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, কিন্তু এখন আমাদেরকে সচেতন হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।"
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জহির চৌধুরী, কেন্দ্রীয় সদস্য বাসক, ফয়জুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক বাসক সিলেট বিভাগ, এনামুল কবির চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক বাসক সিলেট বিভাগ, মো. জিল্লু রহমান, সাংগঠনিক সম্পাদক বাসক সিলেট বিভাগ, আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, সহ-সাংগঠনিক সম্পাদক বাসক সিলেট বিভাগ, শেখ আজিজুল হক (সুজা), সহ-সাংগঠনিক সম্পাদক বাসক সিলেট বিভাগ, মনিরুল ইসলাম জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ছাত্রদল, খোকন আহমদ, প্রচার সম্পাদক বাসক, ছাইফ খাঁন, সদস্য বাসক সিলেট বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসক সিলেট বিভাগের সহ-সভাপতি শিব্বির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ সবুজ মিয়া, টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদকশাহান আহমেদ চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, হাবিব আহমদ, আরিয়ান খান, এমাদ আহমদ, ইসলাম উদ্দিন সুমন, আরজু মিয়া, সামসুল ইসলাম, এনাম উদ্দিন, রেজাউল করিম ও এমদাদুল হকসহ স্থানীয় যুব ও ছাত্রনেতারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নজমুল হক ধন্যবাদ জ্ঞাপন করে দেশে ও বিদেশে মানবাধিকার রক্ষায় বাসকের ভূমিকা প্রশংসা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণ ও গণতন্ত্র চর্চায় বাসকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।