নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের হযরত শাহজালাল (রহ.) ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে পিরের বাজার মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউনিটের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। কমিটির আহ্বায়ক শফিউল আলম শফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইম ও সদস্য তুহেল আহমেদ তোফায়েলকে এ সম্মাননা জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের গণমাধ্যম বিষয়ক সম্পাদক এ.কে. রাশেদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি মইন উদ্দিন, শহিদুল ইসলাম মনু ও আলাল, স্বেচ্ছাসেবকদল নেতা মাহবুবুর রহমান লোকমান, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মোহাম্মদ হানিফ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক জাবেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির আহমেদ ও সদস্য শাম আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন সদর উপজেলা যুবদল নেতা আশরাফ উদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মুক্তার আহমদ খান, হাবিবুর রহমান লিটন, অলিউর রহমান অলি ও আহমেদ সাহেদ। ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৪ নং খাদিম পাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবের আহমেদ সাইম, সদর উপজেলা ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ, এম.সি. কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহাগ আলম, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও খাদিম পাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম তানিম এবং সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ মুসা।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে নতুন কমিটির সাফল্য কামনা করেন।