নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী স্পেন প্রবাসী আলী হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গত ৫ জুলাই, শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের চতুর্থ তলায় আয়োজিত এক অনাড়ম্বর ceremony-এ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ দৌলত। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মনু, মঈন উদ্দিন মঈন, লোকমান তালুকদার, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি পানেষ দেব, জেলা তাতিদল নেতা জিয়াউল ইসলাম নেওয়াজ, সাংবাদিক মো. হানিফ, কামরুল হাসান, জামাল আহমদ, শেখ মোহাম্মদ আলী হোসেন, সুমন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আলী হোসেনের সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। প্রবাসে থেকেও তিনি নিয়মিত দেশের শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগকালীন সহায়তায় এগিয়ে আসেন বলে তার অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
অর্জুন ঘোষ বলেন, "আলী হোসেন সাহেবের মতো নিষ্ঠাবান সমাজসেবকরা আমাদের প্রেরণা। তার কাজ দেশ ও জাতির জন্য অনুকরণীয়।"
সম্মাননা প্রাপ্তিতে আলী হোসেন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "সমাজের জন্য কাজ করা আমার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও মানুষের সেবায় নিবেদিত থাকব।"
উল্লেখ্য, আলী হোসেন দীর্ঘদিন ধরে স্পেনের বার্সেলোনায় বসবাস করছেন এবং সেখানে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন।