ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের হাজার হাজার মানুষের স্বপ্নের বুরুঙ্গা বাজার সড়কের সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘদিনের বেহাল দশা কাটিয়ে সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।
জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন বুরুঙ্গা, হাজিপুর, খয়েরপুর, পিয়ারাপুর, তিলাপাড়া, কামারগাঁওসহ আশপাশের প্রায় ১০-১৫টি গ্রামের মানুষ যাতায়াত করেন। এছাড়াও পার্শ্ববর্তী বালাগঞ্জ উপজেলার বোয়ালজোড় ইউনিয়ন ও অফিসপাড়া এলাকার মানুষের জেলা সদরে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। দেশের বিভিন্ন প্রান্তের পণ্যবাহী যানবাহনের চলাচলেও এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষায় কাদা-পানি আর শুষ্ক মৌসুমে ধুলার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয়দের জোরালো দাবির মুখে অবশেষে সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকায় আশার আলো দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে এই অঞ্চলের কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। এলাকাবাসী কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে সংস্কার সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সিলেটট্রিবিউন/এসএফ
