নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগর এলাকায় দোকানপাট, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন এনে সংশোধিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকেই এই নতুন আদেশ কার্যকর হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের জনজীবন সচল রাখা এবং ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে নিচের নিয়মাবলী অনুসরণ করতে হবে: খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ঔষধের ফার্মেসী, হাসপাতাল ও ক্লিনিকসমূহ দিন-রাত ২৪ ঘণ্টা (সার্বক্ষণিক) খোলা রাখা যাবে। মিষ্টির দোকান, মুদি মালের দোকান এবং কাঁচাবাজার রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য সকল সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানপাট রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপসমূহ পর্যটক ও ভক্তদের সুবিধার্থে রাত ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এর আগে গত ১ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ৭ ডিসেম্বর থেকে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে (হোটেল ও ফার্মেসী ব্যতীত)। তবে পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ প্রশাসন সময়সীমা পুনঃনির্ধারণ করে এই নতুন সংশোধিত তালিকা প্রকাশ করল।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিটি আজ থেকেই কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
