নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলার রংমহল টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও উপজেলা কমিটি গঠন উপলক্ষে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে থেকে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের তাঁতীদলের কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি কমিটিতে স্থান পাবেন না। দলের দুর্দিনে যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, তারাই অগ্রাধিকার পাবেন।
বক্তারা আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক অগ্রগতির রূপরেখা। এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন ও জাতীয় পুনর্জাগরণের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ পেয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেট জেলার আহবায়ক ফয়েজ আহমদ দৌলতের সভাপতিত্বে এবং সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, কামরুল হাসান, রফিক আহমদ, জিয়াউর রহমান নেওয়ার, জয়নাল আহমদ, উসমান খান, সদস্য মিছবাহ উদ্দিন মিছবা, আরিফ চৌধুরী রাজ ও নবী হোসেন প্রমুখ।
কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
