ওসমানীনগর (সিলেট) থেকেঃ সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার সড়কের দীর্ঘদিনের দুর্দশার চিত্র সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে স্থানীয় সচেতন মহল।
গত ২১ মে সিলেট থেকে পরিচালিত অনলাইন গণমাধ্যম সিলেট ট্রিবিউন, হলি সিলেটসহ জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার ৪ নম্বর পাতায় “ওসমানীনগরে খানাখন্দে ভরা বুরুঙ্গা বাজার সড়ক” শিরোনামে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং আলোচনার ঝড় তোলে স্থানীয় ও প্রবাসী মহলে।
এরই পরিপ্রেক্ষিতে আজ ২৬ মে স্থানীয় কিছু সচেতন ব্যক্তি নিজেদের উদ্যোগে বুরুঙ্গা বাজার সড়কের কয়েকটি বড় গর্তে ইট ও মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেছেন। যদিও এটি একটি সাময়িক পদক্ষেপ, তবুও এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
গর্ত ভরাটের কাজ দেখে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, বহুদিন ধরে এ সড়কে চলাচল ছিল চরম ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ছাত্রছাত্রী, রোগীবাহী যানবাহন এবং পণ্য পরিবহনে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছিল।
একজন স্থানীয় প্রবীণ বলেন, “সংবাদ প্রকাশের পর আমাদের সমস্যার কথা সবার নজরে এসেছে, তাতেই আজ কিছু কাজ শুরু হয়েছে। যদিও এটা পুরো সমস্যার সমাধান নয়, তবে উদ্যোগটিকে স্বাগত জানাই।”
তবে এলাকাবাসীর দাবি—এখনই যদি পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেওয়া না হয়, তাহলে আসন্ন বর্ষায় সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এলাকাবাসীর এই স্বতঃস্ফূর্ত পদক্ষেপকে প্রশংসনীয় বলে মনে করছেন সচেতন মহল। তারা বলছেন, সংবাদমাধ্যমে এমন জনদুর্ভোগের চিত্র তুলে ধরা এবং স্থানীয়দের সম্মিলিত প্রয়াসই পারে একটি এলাকাকে বদলে দিতে।
