নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরে আয়োজিত এক হৃদয়স্পর্শী চ্যারিটি ডিনার ইভেন্টে মিলিত হলেন ব্রিটিশ ও প্রবাসী বাঙালি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) পোর্টসমাউথের ঐতিহ্যবাহী লর্ড মেয়র’স ব্যাংকুয়েটিং রুম, গিল্ডহল স্কয়ারে অনুষ্ঠিত হয় এই মহতী আয়োজন।
ইভেন্টটি যৌথভাবে আয়োজন করে People for People চ্যারিটি সংগঠন, হ্যাম্পশায়ার অ্যান্ড আইল অফ ওয়াইট, এবং লর্ড মেয়র অফ পোর্টসমাউথ’স চ্যারিটি ফান্ড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপল ফর পিপলের আহ্বায়ক মুহাম্মদ দেলোয়ার হুসেন বেগ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব জাহিদ ইসলাম ও হাসান আহমদ।
উদ্বোধনী বক্তব্যে পোর্টসমাউথ শহরের লর্ড মেয়র জেসন ফাজাকারলেই বলেন, “আজকের এই আয়োজন শুধু একটি নৈশভোজ নয়, বরং মানবতার কল্যাণে এক অভিন্ন যাত্রার শুরু।”
চ্যারিটি ডিনারের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা নিশ্চিত করা।
অনুষ্ঠানে সাউদাম্পটন, পোর্টসমাউথ ও হ্যাম্পশায়ারের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, কমিউনিটি এক্টিভিস্ট এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে চ্যারিটির উদ্দেশ্যকে সমর্থন ও উৎসাহ জোগান।
চ্যারিটি ইভেন্টের আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাবে।