নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের ওসমানীনগরে জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দিলন মিয়ার পারিবারিক বসতভিটায় বাউন্ডারি দেয়াল নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের আব্দুস সহিদের ছেলে গোলাম রব্বানী গংদের সঙ্গে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হলেও মেলেনি কোনো সমাধান।
অবশেষে সোমবার বিকেলে উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে গোলাম রব্বানী, সোহেল ও জুয়েল ধারালো ছুরি ও লোহার সুলপির আঘাতে প্রবাসী দিলন মিয়া (৬৫) ও তাঁর আপন বোন হাজের আলী পান্না (৩৮) কে গুরুতর জখম করেন। আহতদের রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসী জিতু মিয়া জানান, "বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। অবশেষে এ ঘটনার রূপ নিল সহিংসতায়।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।