সিলেট ট্রিবিউন ডেস্কঃ দীর্ঘ কুড়ি বছর ধরে জলাবদ্ধতা ও বৃষ্টির পানিতে ভোগা সিলেট শহরের মানুষের জন্য অবশেষে সুখবর এসেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সিলেট শহরের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো উন্নয়নের জন্য ৪৯৯ কোটি টাকার একটি সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর, এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেয়া হয়। সিলেট সিটি করপোরেশনের ‘জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প’-এর দ্বিতীয় সংশোধনী হিসেবে এই বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় শহরের নদী, খাল ও ড্রেন খনন করে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা হবে। যেসব এলাকায় বিশুদ্ধ পানির লাইনে সমস্যা রয়েছে, সেখানেও মেরামত করা হবে। তবে বাজেট অনুযায়ী, নতুন কোনো ওয়ার্ডে এবার পানি সংযোগ দেয়া হচ্ছে না। পাশাপাশি ড্রেন ও কালভার্ট নির্মাণের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার জানিয়েছেন, ২০১৯ সালে সিসিকের পক্ষ থেকে ২৭০০ কোটি টাকার একটি বড় প্রস্তাব দেয়া হয়েছিল। পরে, ২০২৪ সালে সেই প্রস্তাব বাতিল করে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ৪৯৯ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরে এই প্রকল্পের অর্থ বরাদ্দ হবে। এরপর থেকেই ধাপে ধাপে মাঠ পর্যায়ের কাজ শুরু হবে। সিসিক আশা করছে, প্রকল্প শেষ হলে শহরের মানুষ জলাবদ্ধতার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে।
আজকের সভায় সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর অংশে চতুর্থবারের মতো মেয়াদ বাড়ানোর অনুমোদনও দেওয়া হয়েছে।
সিলেটট্রিবিউনটুয়েন্টিফোর/এমএলএ
