নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক জোট (রেজি নং: চট্ট ২০৯৭)-এর প্রতিনিধি সভা ২৮ শে জুলাই রোজ সোমবার বিকালে সিলেটে কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল আলীম ভাসানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিটির কার্যকরী সভাপতি মতসির আলী, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বর্তমান কমিটির কার্যকরী সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন সাংগঠনিক সম্পাদক মনিরুজজামান মনির। সভা পরিচালনা করেন জেলার কার্যকরী সদস্য মঈনুল ইসলাম ইরন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ সানর মিয়া, ভারপ্রাপ্ত সম্পাদক শাহিনূর রহমান শাহিন, প্রচার সম্পাদক সেবুল মিয়া, কার্যকরী সদস্য উমেদুর রেজা চৌধুরী, রুহুল আমিন, মইনুল ইসলাম মেরু, মো: সবুজ মিয়া, মোঃ সাহেল মিয়া সাবেক সহকারী নির্বাচন কমিশনার কামাল মিয়া ও নাঈমুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সকল উপ-পরিষদের সভাপতি ও সম্পাদক সহ নেতৃবৃন্দ ।
প্রতিনিধি সভায় গত ৩ বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন অর্থ সম্পাদক মো: আনোয়ার মিয়া।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জালালপুর মেইন উপ-পরিষদের সভাপতি শাহজাহান, শাহী দরগা উপ-পরিষদের সভাপতি নাঈমুল ইসলাম, জালালপুর ইউনিয়ন উপ-পরিষদের সম্পাদক সোহেল আহমদ, শাহবাগ উপ-পরিষদের সম্পাদক পাবেল আহমদ,টার্মিনাল সুতারকান্দি উপপরিষদের সভাপতি লতিফ মিয়া, জনকল্যাণ উপ পরিষদের সম্পাদক জাকির হোসেন, এবং আরও অনেকেই।
সভা শেষে সংগঠনের অগ্রগতির ধারা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।