নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের পর এবার পুরো সিলেট শহরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধ রাখার বিষয়ে সময়সূচি নির্ধারণ করে নতুন আদেশ জারি করেছেন জেলা প্রশাসক। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, বিদ্যুৎ সাশ্রয় এবং অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাসের লক্ষ্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই সরকারি আদেশ অনুযায়ী, জনস্বার্থে হোটেল-রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ঔষধের ফার্মেসী, হাসপাতাল ও ক্লিনিকসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে। মিষ্টির দোকান, শাক-সবজি ও মাছের বাজার রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপসমূহ রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত প্রতিষ্ঠানগুলো ব্যতীত অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানপাট প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে বন্ধ করতে হবে। লোডশেডিং কমানো ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই আদেশ অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে একই বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকেও একটি সংশোধিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
সিলেটট্রিবিউনটুয়েন্টিফোর/এমএলএ
