স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হতে বিশ্বনাথ-ওসমানীনগর বিএনপির আহ্বান

Sylhet Tribune 24



বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ দলের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমার রশিদপুর মামণি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন। তিনি জানান, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে তার ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ’র জাল স্বাক্ষর ও সীল ব্যবহার করে দক্ষিণ সুরমা থানায় একটি চিঠি জমা দিয়েছে। সেই চিঠিকে কেন্দ্র করে একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে ‘মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপির চিঠি’ শিরোনামে একটি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, “আমরা থানায় লিখিতভাবে জানিয়েছি, ওই চিঠিটি আমাদের নয়। বিষয়টি স্পষ্ট করতে আমরা দক্ষিণ সুরমা থানায় গত ২২ জুলাই ও ওসমানীনগর থানায় ২৬ জুলাই দুটি সাধারণ ডায়েরি করেছি।”
(ওসমানীনগর থানায় জিডি নম্বর: ১২৪৭ এবং রায়হান আহমদের পক্ষে করা জিডি নম্বর: ৯৭৪, তারিখ: ১৯.০৭.২০২৫)

লিখিত বক্তব্যে আরও বলা হয়, সংবাদে ওসমানীনগর উপজেলা বিএনপির নেতাদের যেসব বক্তব্য উল্লেখ করা হয়েছে, সেগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনও সাংবাদিককে তারা এমন বক্তব্য দেননি। উল্টো তারা ফোনে জানিয়েছিলেন, চিঠিটি তারা দেননি এবং সেটি জাল।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, সিলেট-২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যকে দুর্বল করতে একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাদের নামে অপপ্রচার চালিয়ে সাধারণ কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

বক্তারা বলেন, “এই সাজানো সংগঠন আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীর দীর্ঘদিনের শ্রমের ফল। এই ঐক্যবদ্ধ শক্তিকে নষ্ট করতে কিছু সুবিধাবাদী ও আওয়ামী ঘরানার দালাল এখন বিএনপির নামে ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র তৈরি করে অপতৎপরতায় লিপ্ত। তারা অতীতে দলীয় দুঃসময়ে কোনো ভূমিকা রাখেনি, বরং নিজেদের নিরাপদ রেখেছিল।”

তারা আরও বলেন, “গুম হওয়া সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে আজও আমরা ফিরে পাইনি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—তাকে খুঁজে বের করে পরিবার ও জনগণের মাঝে ফিরিয়ে দিতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন:
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান, যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, শামিম আহমদ মেম্বার, রায়হান আহমদ, কবির আহমদ, শাহজাহান আলী, এনামুল হক, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.