নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, "বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত একটি গণতান্ত্রিক ও জনপ্রিয় দল। যুবদল হচ্ছে এই দলের অন্যতম শক্তিশালী ভ্যানগার্ড। বর্তমান ফ্যাসিস্ট সরকার বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তা ঠেকাতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কিন্তু তারা সফল হয়নি।"
তিনি আরও বলেন, "ফ্যাসিবাদের পতনের পর দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে। নির্বাচনী আবহ তৈরি হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। বিএনপিকে হেয় করতে কিছু চক্র অপপ্রচারে মেতে উঠেছে, যার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে আসন্ন নির্বাচন ভন্ডুল করা। কিন্তু যুবদল এ ধরনের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সদা প্রস্তুত।"
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক। তিনি বলেন, "যুবসমাজ এখন সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। দেশের স্বার্থে এবং জনগণের অধিকার রক্ষায় যুবদল রাজপথে আছে, থাকবে।"
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শেখ আজিজ সুজা, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনসহ আরও অনেকে।