নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের লাল বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক, লাল বাজার আইস ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর ও দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা শাহ আলম ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাদ যোহর দক্ষিণ কুশিঘাট জামে মসজিদে অনুষ্টিত হবে।
লাল বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক, লাল বাজার আইস ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর ও দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা শাহ আলমের মৃত্যুতে লাল বাজার ব্যবসায়ী সমিতি, লাল বাজার আইস ফ্যাক্টরি কর্তৃপক্ষ, দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণসহ বিভিন্ন ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন এছাড়াও তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
